শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

ভোট কর্মী সমাবেশে জনতার উৎসাহ-উদ্দীপনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আলম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ভোট কর্মী সমাবেশ আজ (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসাইন খান। প্রধান আলোচক ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম নাটোর-৪ আসনে এমপি পদপ্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

মাওলানা মোঃ হাবিবুর রহমান, আমীর , বড়াইগ্রাম উপজেলা শাখা,

মাওলানা মোঃ হাসেম আলী মীর,নায়েবে আমির, বড়াইগ্রাম উপজেলা শাখা,

মোঃ আবু বকর সিদ্দিক , সেক্রেটারী , বড়াইগ্রাম উপজেলা শাখা।

সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোঃ মাহবুব আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩নং জোনাইল ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব মোঃ আজমত আলী।

বক্তারা বলেন, ভোট শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, বরং এটি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক মহৎ হাতিয়ার। জনগণের স্বার্থে এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, জনগণের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং ন্যায়ের প্রতীক তুলাদণ্ডকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।

সমাবেশে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত থেকে জনসমাবেশকে প্রাণবন্ত করে তোলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..