স্টাফ রিপোর্টার জসীমউদ্দীন ইতি
ভারতের ব্রহ্মপুত্র আর রাশিয়ার মস্কোভা নদী মিলে নামকরণ ক্ষেপণাস্ত্র
ব্রহ্মস। দূরপাল্লার এই মিসাইল ৩০০ কিমি পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত
হানতে সক্ষম। কিন্তু সোমবার বালাসোরে পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে
পড়ে এই ক্রুজ ক্ষেপণাস্ত্র।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সবচেয়ে বেশি পাল্লার
ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিল। ৪৫০ কিমি দূরের
লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম কি না, সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছিল।
কিন্তু সমুদ্রতট থেকে উৎক্ষেপণের পরেই ভেঙে পড়ে সেই মিসাইল। প্রতিরক্ষা
মন্ত্রণালয় সূত্রে এই খবর দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, ‘সোমবার বালাসোরের সমুদ্রোপকূল থেকে
উৎক্ষপণের পরপরই ভেঙে পড়েছে ব্রহ্মস। কেন এই দুর্ঘটনা, এখনও জানা
যায়নি। কারণ, অনুসন্ধানে ব্রহ্মস অ্যারোস্পেস করপোরেশন এবং ডিআরডিও-র
বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞদল গড়া হয়েছে। তারাই ব্রহ্মসের ভেঙে
পড়ার কারণ খুঁজে বের করবেন।’