ভূয়া লাইন্সেস আর জাল সনদ দিয়ে দরপত্রে কাজ না পেয়ে জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ
সুভাষ বিশ্বাস স্টাফ রিপোর্টার:
নীলফামারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২০২০-২১ অর্থ বছরে নলকূপ স্থাপনে কয়েকটি গ্রুপে প্রায় ৭ কোটি টাকার কাজ করা হয় দরপত্রের মাধ্যমে, কাজগুলো পেতে বিভিন্ন গ্রুপে দরপত্র আহবান করে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজগুলো পেতে একটি স্থানীয় কতিপয় ব্যক্তি সিন্ডিকেড করে সরকারী বিধিমালাকে বৃদ্ধাগুলি দেখিয়ে জাল সদন দিয়ে দরপত্র দাখিল করে। দরপত্র যাচাই বাছাই এর সময় কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের দরপত্রের অভিজ্ঞতার সাটিফির্কেট জাল প্রমানিত হয়, কিছু লাইন্সেস ও কাগজপত্রে ত্রুটি থাকায় এবং রেড কোড মিল না হওয়ায় দরপত্র গুলি বাতিল করে কর্তৃপক্ষ। এ কারণে সুবিধা বঞ্চিত কিছু ঠিকাদার প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন বিভ্রান্তি মূলক তথ্য প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করা শর্তে তারা এ তথ্য জানান, এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোর্কারম হোসেন জানান, আমি ৩০ জুলাই এলপিআরে গেছি, আর এই সময় আমি কোন অন্যায়কে প্রশ্রয় দিব না, কেউ ভূয়া লাইন্সেস ও জাল অভিজ্ঞতার সনদ এনে দরপত্র দাখিল করে কাজ চাবে, সরকারী নীতিমালা বাদ দিয়ে আমার কি কাজ দেয়া সম্ভব, সরকারী নীতিমালা মেনে আমাকে কাজ করতে হবে।