ভূরুঙ্গামারীতে ০১কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক
আরিফুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে ১কেজি গাজা সহ এক মাদক মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। শুক্রবার (১১নভেম্বর) রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত শাহজাহান আলি ওরফে শাহ আলি উপজেলার দক্ষিন বাশজানি গ্রামের মৃত হাতেম আলীর পুত্র।
পুলিশ সুত্রে জানা যায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দঃ বাশঝানী গ্রামের শাহাজাহান আলীর বসতবাড়ি তল্লাশি করে ০১ কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। সে পেশাদার মাদক ব্যাবসায়ী।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।