রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

ভুট্টাক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০৭ বার পঠিত

ভুট্টাক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাও গ্রামের রাণীসাগর রামরাই দিঘির পূর্বপাশের ভুট্টাক্ষেত থেকে দুপুরে তার হাত পা বাধা অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, হয়তো কয়েকদিন আগেই পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, গ্রামের একটি ভুট্টাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভুট্টাক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

তবে ওই যুবকের পরনে জিন্সের প্যান্টের নমুনা পাওয়া গেছে।

লাশ বিকৃত হওয়ায় স্থানীয়রা সনাক্ত করতে পারেনি। লাশের শরীরের বিভিন্নস্থানে ক্ষত পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে। এ বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..