বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ
পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার ভারতীয় প্রতিনিধি দল বাগমারার তাহেরপুর রাজা কংস নারায়ণের শ্রী শ্রী গোবিন্দ মন্দির পরিদর্শন করেন।
আজ সোমবার দুপুর দেড়টায় ৩৬ সদস্যের প্রতিনিধি দল বাগমারার তাহেরপুর রাজা কংস নারায়ণ সৃতি বিজড়িত সনাতন ধর্মাবলম্বীর প্রথম দূর্গাপূজার উৎপত্তিস্থল শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে এসে পৌঁছান।
এ সময় প্রতিনিধি দলটি তাহেরপুর রাজবাড়ীতে রাজপ্রাসাদসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন এবং শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে পূজা অর্চণায় অংশগ্রহণ করেন।
ভারতের ত্রিপুরা ও পশ্চিম বঙ্গ রাজ্য থেকে আগত প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী (কারাগার) রাম প্রসাদ পাল।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, স্থানীয় সাংসদ ইন্জিঃ মোঃএনামুল হক,
পবা-মোহনপুর সাংসদ আয়েন উদ্দিন,
জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ ওয়াদুদ দ্বারা,বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান,তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ,পৌর আওয়ামী লীগ সভাপতি আবু বাক্কর মৃধা মুনসুর, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল বিকেল ৩ টায় তাহেরপুর শেখ রাসেল পৌর অডিটোরিয়াম যান। বিকেল ৪ টায় অডিটোরিয়ামে অতিথিবৃন্দ সাংস্কৃতিক মিলনমেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি