ভাড়ার চার্ট, ড্রাইভিং কার্ড, ১৬ বছরের নিচে ড্রাইভিং নয়,রোগীর টমটম ছাড়া বহিরাগত টমটম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান পৌর মেয়র।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: রিক্সা-অটোরিক্সা এবং টমটমের ভাড়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র মো: আতাউর রহমান সেলিম এর সঙ্গে মতবিনিময় করেন হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদ। তিনি যাত্রী কল্যান পরিষদকে ধন্যবাদ জানান এসব বিষয়ে আসার জন্য এবং আশ্বস্ত করে বলেন, আগামী আইনশৃঙ্গলা মিটিং এ আলোচনা করে ভাড়া নিয়ে যে সমস্যা আছে তা সমাধান করা হবে, প্রয়োজনে ভাড়ার চার্ট দেওয়া হবে, ১৬ বছরের নিচে কেউ টমটম চালাতে পারবে না, অবৈধ টমটম পৌর এলাকায় ডুকতে পারবে না এবং পৌরসভা কর্তৃক অনুমোদিত ড্রাইভিং কার্ড গলায় ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করার আলোচনা চলছে এবং অটোরিক্সার ব্যাপারে কি করা যায় তা নিয়েও আলোচনা করা হবে আইনশৃঙ্খলা সভায় তারপর চুড়ান্ত সিদ্বান্ত নেওয়া হবে বলে জানান পৌর মেয়র মো: আতাউর রহমান সেলিম।
ট্রেনের টিকেট হবিগঞ্জের জেলার জন্য পর্যাপ্ত নয় বলে যাত্রী কল্যানের পক্ষ থেকে মেয়রের সহযোগীতা চাইলে উনি হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদকে সর্বাধ্বক সহযোগীতা করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদের আহ্বায়ক ব্যাংকার মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য সচিব সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, সদস্য রাজীব রায়, মোব্বাশির হক রাজ, সাংবাদিক শাহ মাঈনুল হাসান খোকনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার মুরব্বিয়ানবৃন্দ উপিস্হিত ছিলেন।