ভাওড়া ইউনিয়ন আইন শৃংখলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।
মো: আনোয়ার হোসেন
মির্জাপুর প্রতিনিধি।
আজ ২৮ নভেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় ভাওড়া ইউনিয়ন আইন শৃংখলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভাওড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মো: মাসুদুর রহমান, মাসুদ।
আরও উপস্থিত ছিলেন ভাওড়া ইউনিয়ন পরিষদের সদস্য( ১)রুমি আকতার(২)শেফালী বেগম(৩)মায়া বেগম(৪)মো:জয়নাল হক (৫)মো: যুবরাজ মিয় (৬)মো: লিটন মাহমুদ (৬)মো: সদু বেপারী(৭)শহিদুল ইসলাম (৮)ফিরোজ আলম(৯)আবু ইউসুফ(১০)শফিকুল ইসলাম (১১)আ: আজিজ
আরো উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন গিয়াস মুক্তিযোদ্ধা ।কমল কান্তি,উপসহকারী কৃষি অফিসার, মির্জাপুর, টাংগাইল। মো: মাহফুজুর রহমান, এস আই মির্জাপুর থানা। সুমি আকতার, বিআরডিবি উপসহকারী।
সভায় ভাওড়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত সকলের সাথে মত বিনিময় করা হয় । বর্তমানে ভাওড়া ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে সকলে একমত পোষণ করেন।ভাওড়া ইউনিয়ন পরিষদ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উপস্থিত সকল সদস্যগণ অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাসুদুর রহমান সাহেবকে সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন ।