ব্যাপরোয়াভাবে বাইক চালিয়ে নিভে গেলো সেলিমের জীবন প্রদিপ
আরিফুল ইসলাম জয়
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত গতিতে বাইক চালিয়ে সড়ক দুঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম সেলিম হোসেন (২৬)। সে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উওর তিলাই এলাকার বেলাল হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৭জানুয়ারি ) বিকেলের দিকে উপজেলার পাগলারহাট বাজারের বিজিবি চেকপোস্ট মোরে মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় অতিরিক্ত গতিতে বাইক চালানোর সময় মোর ঘুরতে গিয়ে গাড়ি থেকে ছিটকে পরে আহত হয়। স্থানীয় লোকজন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার উপ পুলিশ পরিদর্শক সুভাস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।