রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

বোনার পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে আটকে জুয়ারু (৮) কে গ্রেফতার,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১১৪ বার পঠিত

বোনার পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে আটকে জুয়ারু (৮) কে গ্রেফতার,
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান

মাননীয় পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকাকে মাদক ও জুয়া মুক্ত রাখার নির্দেশনার প্রেক্ষিতে অদ্য ইং ০৭/০৩/২০২৩ তারিখ রাত্রী অনুঃ ০২.০০ ঘটিকার সময়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র বোনারপাড়া বাজার গোডাউন রোড ও রেল ক্লাবে জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় নিম্ন বর্নীত ০৮ জন আসামীকে আটক করা হয়। আসামীদের জুয়া আইনে ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আসামী ০১। মোঃ জামাল উদ্দিন (৫০) পিতাঃ করিম উদ্দিন সাং- শিমু্লতাইড় থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা ০২। মোঃ নুর ইসলাম আকন্দ (২৬) পিতাঃ মোঃ ছায়দার রহমান সাং- শিমুলতাইড় থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা ০৩। মোঃ মোখলেছুর রহমান (৪৮) পিতাঃ মৃত জসিম উদ্দিন সাং- শিমুলতাইড় থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা ০৪। মোঃ আবু সাইদ তালুকদার @ সবুজ (৩৬) পিতাঃ মোঃ নজরুল ইসলাম সাং- নশিয়ারপাড়া থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা ০৫। মোঃ খলিলুর রহমান (৫০) পিতাঃ মৃত কিয়াস উদ্দিন সাং- দক্ষিন হেলেঞ্চা থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা ০৬। মোঃ ফজলুর রহমান (৫০) পিতাঃ মৃত বদিয়া ব্যাপারী সাং- মধ্য শিমুলতাইড় থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা ০৭। মোঃ আলী হোসেন (৪৩) পিতাঃ মৃত আবুল হোসেন সাং- মধ্য শিমুলতাইড় থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা ০৮। মোঃ ছানাউল্লাহ (৪১) পিতাঃ মৃত কাজিমুদ্দিন সাং- মধ্য হেলেঞ্চা থানাঃ সাঘাটা জেলাঃ গাইবান্ধা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..