বৈদ্যাতিক তারের কয়েলে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজাসহ পলাশবাড়ীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার।
ঢাকা রংপুর মহাসড়কে সন্দেহ ভাজন যাত্রীবাহি পরিবহন সহ অন্যান্য পরিবহন চেকিংকালে বিশেষ কায়দায় বৈদ্যতিক তারের কয়েলের মধ্যে গাঁজা পেছিয়ে বহন করার পথে গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের এক টিম ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
থানা সুত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে থানার এসআই (নিঃ) মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে এএসআই (নিঃ) রাম চন্দ্র প্রামানিক উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ীর জনৈক আশরাফুল ইসলামের দোকানের পশ্চিম পার্শ্বে ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং করা কালে (৩ আগস্ট) বুধবার সন্ধ্যা ৭টার সময় যাত্রীবাহী বাস নিউ পিংকী এক্সক্লোসিভ পরিবহন যাহার রেজি নম্বর
(ঢাকা মেট্রো-ব-১৪-৯৪০৮) থামিয়ে চেকিং করাকালে গ্রেফতারকৃত আসানি আল আমিন (২৩) এর কাছে থাকা ৪কেজি গাঁজা বৈদ্যুতিক তারের কয়েলে বিশেষ কায়দায় পরিবহন করছিলো এ মাদককারবারি।গ্রেফতারকৃত মাদকারবারি ১/মোঃ আল আমিন (২৩),কুড়িগ্রাম জেলার ভুরাঙ্গামারী থানার খামার আন্দারিঝার গ্রামের ওয়াদুদ মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান,গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা নং-০৪/২০৭, তারিখ- ০৪/০৮/২০২২, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।