স্টাফ রিপোর্টার জসীমউদ্দীন ইতি
বেলারুশের একটি আদালত মঙ্গলবার জালিয়াতির অভিযোগে বর্তমান প্রেসিডেন্ট
আলেকজান্ডার লুকাশেংকোর কট্টর সমালোচক ও বিরোধী নেতা ব্যাবারিকোকে ১৪
বছরের কারাদন্ড দিয়েছে। খবর এএফপি’র।
৫৭ বছর বয়সী ব্যাবারিকোর টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করে তার সমর্থকরা
জানিয়েছে যে, ভিক্টর ব্যাবারিকোকে ১৪ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
সাবেক ব্যাংকার ব্যাবারিকোকে গত বছরের জুনে একটি বিতর্কিত প্রেসিডেন্ট
নির্বাচনের আগে গ্রেফতার করা হলে দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত হয় ও
কয়েক মাস ধরে প্রাক্তন সোভিয়েতের এই দেশটি অশান্ত হয়ে ওঠে।
ব্যাবারিকোর প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা ছিল। তাকে
তিন দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর অন্যতম শক্তিশালী
প্রতিপক্ষ হিসেবে ধরা হয়।