সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

বেলকুচি সরকারি ডিগ্রী কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার ও ক্রেস্ট প্রদান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পঠিত

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বেলকুচি সরকারি ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থী স্মরণে নবীন বরণ ও কৃতকার্য শিক্ষার্থীদের পুরুষ্কার ও সম্মানিত অতিথিদের ক্রেষ্ট প্রদান এবং আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

শনিবার সকালে ২০শে সেপ্টেম্বর বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব আলহাজ্ব মোঃ আব্দুল হাই সরকার চেয়ারম্যান, ঢাকা ব্যাংক পিএলসি ও পূর্বানী গ্রুপ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের উদ্যেশে বলেন তোমরা কি হতে চাও। সেই লক্ষ এখনি ঠিক করতে হবে। লক্ষ ও পরিকল্পানা ছাড়া কোন কাজে সফলতা অর্জন করা যায় না। তিনি আরও বলেন কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে চাইলে এখন থেকে রুটিন অনুযায়ী লেখা পড়া করতে হবে।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
আমিরুল ইসলাম খান আলিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আগামী প্রজন্মের কর্নধার, তোমাদের ইন্টারমিডিয়েটে ঠিক করতে হবে তোমরা ভবিষ্যতে কি হতে চাও ডাক্তার, ইন্জিনিয়ার, প্রফেসার, রাজনৈতিক নেতা। তিনি আরও বলেন বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিনিত হয়েছে। শিক্ষার পাশাপাশি অর্থনীতি সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে বেলকুচিকে বিশ্ব দরবারে তুলে ধরার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলী আলম সূরা সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ গোলাম মওলা খান বাবলু, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি শাখার প্রধান সমন্বয়ক মুসা হাসেমী সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ও কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..