রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা আওতাধীন সুনামধন্য ঐতিহ্যবাহী বেলকুচি মডেল ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক এবং এইচ এস সি (বিএমটি)শাখায় ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের, নবীন বরণ ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ১৫ই সেপ্টেম্বর বেলকুচি মডেল ডিগ্রি কলেজের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শামীম হোসেন।
মডেল ডিগ্রি কলেজের
সহকারী অধ্যাপক সামছুল আলম এর
সঞ্চালনায় ২০২৫ সালের ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও মডেল ডিগ্রি কলেজের সভাপতি আমিরুল ইসলাম খান আলিম।
এসময় আরো উপস্থিত ছিলেন
বেলকুচি মডেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা
সদস্য কামাল অমিতাভ, মডেল ডিগ্রি কলেজের
সহকারী অধ্যাপক রওশন আরা,মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য হাফিজ শেখ, পৌর বিএনপির সদস্য রিজন আহমেদ সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।