রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-আগস্ট
গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে মাস ব্যাপি আনন্দ মেলার
নামে চলছে অশ্লীল নৃত্য গান বাজনাসহ
প্রবেশ টিকিটের নামে চলছে বানিজ্য অবৈধ লটারি জুয়া এতে নষ্ট হয়ে যাচ্ছে এলাকার যুবসমাজ এমন অভিযোগ তুলে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এর নিকট স্মারকলিপি প্রদান করলেন বেলকুচি উপজেলা আলেমউলামাগন।
উল্লেখ ২রা সেপ্টেম্বর পৌরসভার চালা আদালত পাড়া মাঠ চত্বরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাস ব্যাপি আনন্দ মেলা চলছে।
এতে এলাকার যুবসমাজ ও তরুণ- তরুণীদের অশালীন অবাধ মেলামেশার সুযোগ ও নাচগানের কারনে লেখাপড়ার পাশাপাশি বিভিন্নরকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সমাজের কিছু কুচক্রী মহলের কারণে উপজেলার শান্ত পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা সংঘর্ষের জন্য কৌশলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসকের কার্যালয় ও বেলকুচি থানায় উপস্থিত হয়ে আলেমসমাজ ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের স্বাক্ষরীত স্মারকলিপি জমাদেন।
স্মারকলিপি সূত্রে জানা যায়, ২রা সেপ্টেম্বর পৌরসভার চালা আদালত পাড়া মাঠ চত্বরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাস ব্যাপি আনন্দ মেলা জেলা প্রশাসক অনুমোদনে অনুষ্ঠিত হয়েছে, যদিও সেই মেলায় শিল্প ও বাণিজ্য বলে কিছু ছিল না, শুধু বাহিরের জেলা থেকে আগত কিছু ব্যবসায়ী তৈরি জিনিসপত্রের দোকান, লাকী কূপণ, অশ্লীল নৃত্য, ভূতের বাড়ি প্রবেশ টিকিট নামে চলছে বানিজ্য আয়োজন করে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে। মেলার মাঠের সাথেই একটি মাকার্স মসজিদ,আবাসিক হাফিজিয়া মাদ্রাসা,৩ টি বালিকা উচ্চ বিদ্যালয়, ২ টি কলেজ,
মেলার অশ্লীল গান বাজনা,অশ্লীল নৃত্য কারনে মসজিদের মুসল্লি ও মাদ্রাসার ছাত্রদের
বীড়ম্বনার শিকার হতে হচ্ছে।
আনন্দ মেলা বন্ধের দাবিতে তোহিদী জনতা স্মারকলিপি প্রদানের এই বিষয় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, আনন্দ মেলা নামে ইসলামী পরিপন্থী কোনো কাজ করার সুযোগ নাই,আনন্দ মেলায় অশ্লীল নৃত্য গান বাজনাসহ প্রবেশ টিকিটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।