রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে মোছাঃ রাইচা খাতুন নামে ৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মোঃ আবু তালেব হিরো (৪৬) নামে এক যুবককে আটক করেছে বেলকুচি থানা পুলিশ। ১২ই সেপ্টেম্বর শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আটককৃত মোঃ আবু তাদেব হিরো বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বানিয়াগাঁতী গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে।
ভিকটিম শিশু স্কুল ছাত্রী বেলকুচি উপজেলার চন্দনগাঁতী কালীবাড়ি গ্রামের মোঃ হাসান আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাইচা খাতুন তার খালা মোছাঃ আনজুমানের বাড়িতে বেড়াতে যায়, সেখানে মোছাঃ রাইচা খাতুনকে একা পেয়ে সুযোগ বুঝে সবার আড়ালে হাত ধরে ঘাসের জমির মধ্যে নিয়ে পরণের কাপড় খোলার চেষ্টা করে আবু তালেব, এমতাবস্থায় রাইচা খাতুন ভয়ে চিৎকার দিলে তখন আবু তালেব রাইচাকে ছেড়ে দিয়ে একটু দুরে গিয়ে দাঁড়ায় এই সুযোগে রাইচা দৌড়ে তার খালার বাড়িতে চলে এসে তার খালাতো বোন মোছাঃ মাবিয়া খাতুন (২০) ও তার খালাকে বিষয়টি জানালে, খালার বাড়ির লোকজন ও ঘটনাস্থলের আশেপাশের লোকজনের সহযোগিতায় মোঃ আবু তালেব হিরোকে গণধোলাই দিয়ে আটক রাখে এলাকাবাসী, পরে এঘটনা বেলকুচি থানায় ফোন দিয়ে জানালে বেলকুচি থানার এস আই মোঃ আইনুল হক তার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিম মোছাঃ রাইচা খাতুনের মা মোছাঃ সালমা খাতুন বাদি হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানা যায়।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি জানান, শুক্রবার সকালে শিশু ধর্ষণ চেষ্টায় আবু তালেব নামে এক যুবককে আটক করে রেখেছে এলাকাবাসী, মোবাইল ফোনে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে শিশু ধর্ষণ চেষ্টায় মামলা রুজু করে তাকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।