রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই সেপ্টেম্বর সোমবার দুপুরে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
প্রস্তুতি মুলক আলোচনা সভায় বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ মাহির, বেলকুচি থানার এস আই সবুজ কুমার রায়, বেলকুচি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ রায়, বেলকুচি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন, বেলকুচি হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শংকর শাহা, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌতম শাহা, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, বেলকুচি উপজেলা পল্লি বিদ্যুৎ কর্মকর্তা আবুল বাশার, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর মানচিত্র পাল।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা শামীম, মুকন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান শামীম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য নূরুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।