রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে মঙ্গল শোভাযাত্রা সমবেত শতাধিক শিশু কন্ঠে গীতাপাঠ শ্লোক, মন্ত্র আবৃতি, চিত্রাঙ্কন শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী সম্পর্কে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬ই আগষ্ট সকালে বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশানে আলোচনা সভায় শ্রীযুক্ত বাবু জয় সংকর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাঃ শ্রীযুক্ত বাবু বিদ্যুৎ কুমার সূত্রধর, শ্রীযুক্ত বাবু রনি মিত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, বেলকুচি মুকন্দগাঁতী কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি বাবু নারায়ণ চন্দ্র দত্ত, চালা কেন্দ্রীয় কালিমাতা মন্দিরের সভাপতি হেমেন্দ্রনাথ চৌধুরী, চন্দনগাঁতী বসুন্ধরা শ্রী শ্রী মদনমোহন সেবা সদনের সভাপতি বাবু বৈদ্যনাথ রায়, অমৃত নারায়ণ দে,অসিত কুমার ঘোষ, রিপন কুমার সাহা, প্রসাদ কুমার সাহা, দেবাশীষ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।