রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্তৃক গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪ তম গ্রেডে আপগ্রেডেশন সহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই,আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালন করছে বেলকুচি হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্ম কর্তারা।
১লা অক্টোবর থেকে শুরু করে আজ ৫ ই অক্টোবর কর্ম বিরতি বর্জন সহ সকল কার্যক্রম বন্ধ করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় হাসপাতালের সামনে বসে আছে তারা, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্ম বিরতি চলমান থাকবে বলে জানান বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মকর্তারা।
কর্ম বিরতি অনুষ্ঠানে বেলকুচি হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সভাপতি রাশেদুল ইসলাম শিশির ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, আমাদের ৬ দফা দাবি তুলে ধরে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরিন জাহান ও সিরাজগঞ্জ ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে, তারপরও এই দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা।