রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৬ সালের ত্রয়দশ নির্বাচন সফল করার জন্য সিরাজগঞ্জ ৫ আসনের ধানের শীষের কান্ডারী কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম এর দিকনির্দেশনায় সিরাজগঞ্জের বেলকুচি পৌর বিএনপির উদ্যোগে প্রবীণ ও নবীনদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় ২২শে আগষ্ট ৭নং ওয়ার্ড মুকন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু হেনা দালানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী ভূইয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, সাবেক সদস্য আমিরুল ইসলাম সম্রাট, সাবেক সদস্য মামুন হোসেন বরাত, সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, সাবেক সদস্য সাইফুল ইসলাম, সাবেক সদস্য বিপ্লব সরকার, সাবেক সদস্য মাহমুদুল হাসান, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামানিক, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজ সেবক জহুরুল জোয়াদ্দার, মজনু মোল্লা, চান মোহাম্মদ, ফারুক সরকার, রফিকুল মোল্লা, আব্দুল্লাহ মোল্লা সহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।