রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার ৮৩টি পূজা মন্ডপে গিয়ে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পুজার আয়োজনের খোঁজখবর নিয়ে প্রত্যেক পূজা মন্ডপে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, শারদীয় দুর্গা পূজা উদযাপন সামাজিক সম্প্রীতির অন্যতম উৎসব। ধর্ম যার যার উৎসব সবার, পূজা উদযাপন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের সাথে আছে অতিতেও ছিল ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, দূর্গা পূজা হিন্দু ধর্মের হলেও এখানে আনন্দ উৎসবে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে আমদফুর্তি উপভোগ করে থাকে। আমি সবার জন্য শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম খাঁন আলিম এর সহধর্মিণী মোছাঃ শাহনাজ প্রধান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা শামীম, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক সহ স্থানীয় বিএনপি যুবদল সেচ্ছাসেবকদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির আয়োকরা উপস্থিত ছিলেন।