শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

বেলকুচিতে জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও গণমিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

 

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিজয় র‍্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৭ আগষ্ট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ঐতিহ্যবাহী আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে মিছিল নিয়ে উপস্থিত হয় নেতাকর্মীরা, সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি বিশাল মিছিল বের হয়ে চালা বাসস্ট্যান্ড মুকন্দগাঁতী ও করিতলা এবং পৌরসভার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করা হয়।
বিজয় র‍্যালি ও গনমিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম এর সভাপতিত্বে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলু, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, মাহমুদুল হাসান সান্টু, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ জেলা তাঁত বিষয়ক সহ সম্পাদক হাজী আকছেদ আলী প্রামানিক, থানা বিএনপির সাবেক সদস্য লিটন খান, থানা বিএনপির সাবেক সদস্য হাফিজ শেখ, থানা বিএনপির সাবেক সদস্য ইমতিয়াজ উদ্দিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..