মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

বেলকুচিতে ছোট ভাই-বউকে কুপিয়ে গুরুতর জখম: থানায় মামলা, বড় ভাই গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১ বার পঠিত

বেলকুচিতে ছোট ভাই-বউকে কুপিয়ে গুরুতর জখম: থানায় মামলা, বড় ভাই গ্রেফতার।

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর দক্ষিণপাড়া গ্রামে ছোট ভাই ও ছোট ভাইয়ের বউকে এলোপাথাড়ি ভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করার অপরাধে বড় ভাই কে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
২৮শে জুলাই সোমবার রাতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ প্রশাসন।
আহতরা হলেন রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ বদি শেখের ছেলে মোঃ হামিদুল ইসলাম বাবু (৩৭)ও তার স্ত্রী মোছাঃ নাজমা খাতুন (৩০),
এঘটনায় মারপিটের সাথে জড়িত ৪ জনের নাম উল্লেখ করে ৩-৪ জন অজ্ঞাত নামে হামিদুল ইসলাম বাবু বাদি হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছে আর সেই মামলায় গ্রেফতার হয়েছে তার বড় ভাই হাফিজুল ইসলাম।
মামলার আসামিরা হলো রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ বদি শেখের বড় ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৪৫) হাফিজুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৫) মেয়ে মোছাঃ আঞ্জু খাতুন (২২) ও স্ত্রী মোছাঃ ছাবিনা খাতুন (৪০),
স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি জমিতে হালচাষ করাকে কেন্দ্র করে ২২শে জুলাই বিকেলে দুই ভাই এর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে,
এঘটনায় ছোট ভাই হামিদুল ইসলাম বাবু স্থানীয় ইউপি সদস্য ও আপন বড় চাচার কাছে বিচার চাওয়ায় ২৩শে জুলাই দুপুরে বড় ভাই হাফিজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার ছেলে মেয়ে ও স্ত্রী কে সাথে নিয়ে ছোট ভাই হামিদুল ইসলাম বাবুকে এলোপাতাড়ি ভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে, এই নির্মম দৃশ্য দেখে মোছাঃ নাজমা খাতুন তার স্বামীকে বাঁচানোর জন্য আগাইয়া আসিলে সবাই মিলে তাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে, পরে অজ্ঞান অবস্থায় স্থানীয় প্রতিবেশীরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করে।

এবিষয়ে বেলকুচি থানা সেকেন্ড অফিসার মোঃ ছাইফুল ইসলাম জানান, রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামে বড় ভাই হাফিজুল ইসলাম ও তার পরিবার মিলে ছোট ভাই -বউকে মারপিটের ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা হয়েছে, উক্ত মামলায় হাফিজুল ইসলাম কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..