রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পূনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় জমিসহ ক্যাটেল সেড, ভারমি কম্পোস্ট সেড হারভেস্টার মেশিন সেড, ডেইরি কেয়ার সেড, অফিসসেড সহ ৪৮টি গরু হস্তান্তর প্রকল্পের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মাদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডিসি মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, চরমপন্থীদের অন্যায়কাজ থেকে ফিরে এনে সঠিকভাবে জীবনযাপন করার জন্য গ্রাম উন্নয়ন সংস্থার মাধ্যমে ২কোটি ৩০ লক্ষ্য টাকা ব্যায়ে বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ী ইউনিয়নে দেলুয়াকান্দি গ্রামে প্রতিষ্ঠিত এই প্রকল্পের মাধ্যমে ৬৭ জন চরমপন্থীদের পূনর্বাসনের জন গ্রাম উন্নয়ন সংস্থার কার্যক্রম উদ্বোধন করা হলো, এই প্রকল্পের বাহিরে আরও উন্নয়ন কার্যক্রম করতে চাইলে উপজেলা প্রশাসন বরাবর প্রস্তাব করলে সেগুলোও সিদ্ধান্ত মোতাবেক বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
১৪ই অক্টোবর মঙ্গলবার দুপুরে গ্রাম উন্নয়ন সংস্থার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের উপপরিচালক সার্বিক গণপতি রায়, সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক, সিরাজগঞ্জ জেলা কৃষি উপপরিচালক কর্মকর্তা একেএম মঞ্জুরুল মওলা, সিরাজগঞ্জ জেলা এনএস আই উপ পরিচালক মোঃ মাকসুদুল হক, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, বেলকুচি উপজেলা কৃষি কর্ম কর্তা সুকন্ত ধর, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন বক্তব্য রাখেন।