সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পঠিত

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্যে বক্তারা বলেন, উপজেলায় কিশোর গ্যাং এর উৎপত্তি বৃদ্ধি হতেই চলেছে, তাদের আচরণ কার্যকলাপে সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, তারা স্কুল কলেজে লেখা পড়ার নাম করে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের সামনে গিয়ে ছাত্রীদের বিভিন্নভাবে ইভটিজিং করে আসছে, তারা হাপপ্যান্ট পরে রাস্তাঘাটে শিক্ষক ও মুরুব্বিদের সাথে বেয়াদবি ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রতিনিয়তই অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মাদক কারবারি ও বিভিন্ন নেশা জাতীয় অখাদ্য সেবন করে জনগণের সাথে দুরব্যবহার ও হত্যাকান্ড করে বেড়াচ্ছে, তাই অতিদ্রুত এদের ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়।

১৯শে অক্টোবর রবিবার দুপুরে বেলকুচি উপজেলা হলরুমে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরিন জাহান।

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট আর্মি ক্যাম্প কমান্ডার মোঃ ঈমান আলী, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, উপজেলা দুদকের সভাপতি আলহাজ্ব বাকি সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আইসিটি বিভাগের কর্মকর্তা মোঃ ঈমান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাছান, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..