শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন

বেনাপোল বিপুল পরিমাণ ডলারসহ ২ পাসপোর্ট যাত্রী আটক ,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ বার পঠিত

বেনাপোল বিপুল পরিমাণ ডলারসহ ২ পাসপোর্ট যাত্রী আটক ,

এসএম আলীরাজ হোসাইন, ভ্রম্যমান প্রতিনিধি ,

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লক্ষ ৭০ হাজার আমেরিকান ইউএস ডলারসহ ২ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল চেকপোষ্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলো জসিম ঢালী, পিতা মাঃ আমজাদ হোসেন ঢালি ও সাগর হোসেন পিতা শাহ আলম। এরা ঢাকার মুন্সীগঞ্জ এলাকার বাসিন্দা।

শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদে জানতে পারি দুই পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল সংখ্যক ইউএস ডলার নিয়ে কাস্টমস এলাকা পার হয়ে বাংলাদেশে আসছে।
এ সময় কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা তল্লাশি কেন্দ্রে অভিযান চালান। এ সময় সন্দেহজনকভাবে জসিম ও সাগরকে ১ লাখ ৭০ হাজার ইউএস ডলার ও দুটি মোবাইলফোনসহ আটক করা হয়। জব্দকৃত মুদ্রার বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..