বেনাপোলে পুলিশের অভিযানে ২৬ বোতল বিদেশি মদসহ নারী গ্রেফতার।
এসএম আলীরাজ হোসাইন, ভ্রম্যমান প্রতিনিধি, । যশোরের বেনাপোল সিমান্ত থেকে ২৬ বোতল বিদেশী মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোটথানা পুলিশ।
আটক আসামী হলেন,বেনাপোল পোটথানার বড় আঁচড়া গ্রামের হাদি সর্দারের স্ত্রী পারভিনা খাতুন (২০)।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে পুলিশ জানায় গোপন ভিত্তিতে অত্র থানাধীন সীমান্তর্তী বড়আঁচড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২৬ বোতল বিদেশী মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছে আটকৃত আসামি দীর্ঘ অনেকদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক চোরাকারবারি করে আসছিল বলে জানা গিয়েছে, আসামী পারভিনা এবং পলাতক বাকী দুই আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।