মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা, আহত ৮

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার পঠিত

বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা, আহত ৮

কাজী রায়হান তানভীর
স্টাফ রিপোর্টার

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ১৯৪৭ সালে ৫২ একর জায়গা নিয়ে শুরু হয় প্রতিষ্ঠানের যাত্রা।

এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা। দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি আবাসিক হোস্টেল।
যেখানে রয়েছে ছাত্রী-নিবাস এবং ছাত্রাবাস। বিশেষ করে ছাত্রী হোস্টেল থাকায় কঠোর নিরাপত্তায় রেখেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

শুরু থেকে এটি.আই আবাসিক এলাকায় নিরাপত্তা দিতে পারলেও ২০১৬ সাল থেকে গেস্ট হাউস এর পিছনের ছোট গেইট নিয়ে ঝামেলা করতেন স্থানীয়রা। এলাকার স্থানীয় সন্ত্রাসী, মাদকাসক্ত হয়ে ঢুকে পড়ে কলেজ ক্যাম্পাসের ছাত্রী-নিবাস আবাসিক এলাকায়।

যেখানে রয়েছে ৩ শতাধিক ছাত্রীর অবস্থান। সন্ত্রাসীরা দিনের বেলায় তাদের একাধিক পথ খুঁজে বেড়ায়, রাতের বেলায় ছাত্রী-নিবাসে ঢুকে মেয়েদের রুমে ইট,পাথর,মেরে অস্ত্র দেখিয়ে কিডন্যাপ করার চেষ্টা করে প্রতিনিয়ত।

নিরাপত্তা কর্মী বাধা দিলে মেরে ফেলার হুমকি দেয়া মাদক সেবনকারীরা ।(৩১আক্টোবর) বিকাল ৩টা থেকে পশ্চিম পাশের ছোট গেইট বন্ধ করেন কলেজ কর্তৃপক্ষ।

পশ্চিম পাশের গেইট বন্ধ করার সাথে সাথে শুরু হয় স্থানীয় সন্ত্রাসীদের আক্রমণ। তাদের সাথে যোগদেয় ঐ এলাকার বাসিন্দারা।
ভেঙ্গে চুরমার করে ফেলেন গেস্ট হাউস-সহ ছাত্রী ও ছাত্রাবাসের দরজা জানালা।

শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ঐ সময় ৮জন অহত হয়।
তার মধ্যে ১ জন গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন বাকি ৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হোস্টেলে অবস্থান নেন।

এতে আতঙ্কে রয়েছে হোস্টেলে অবস্থানরত মেয়েরা।
তাদের নিরাপত্তা না থাকায় প্রশাসনের সহযোগিতা নিতে ব্যর্থ হলে সন্ধা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় পুলিশ,পরবর্তীতে সেনাবাহিনী আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীদের হোস্টেলেই পৌঁছে দেয়।

রাস্তা বন্ধ করে দেয়ায় দূরপাল্লার যাত্রীদের অভিযোগ।

প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবি পশ্চিম পাশের ছোট গেইট বন্ধসহ বহিরাগতদের প্রবেশ নিষেধ করে নিরাপদ ক্যাম্পাস গঠন করা।

প্রশাসনের সঠিক সিদ্ধান্ত না আসলে কঠিন ভাবে রাস্তায় অবস্থান নিবে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..