স্টাফ রিপোর্টার:
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ১১ নং মরিচা ইউনিয়নের বাদলাপাড়া নামক গ্রামে এ্যাডভোকেট শরিফুল ইসলাম (৩৩) পিতাঃরিয়াজুল ইসলাম। গ্রামঃ বাদলাপাড়া।গত ১৩/০৭/২০২১ ইং তারিখে আনুমানিক বিকাল ০৫ ঘটিকায় শরিফুল ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিক রায়হান শাহ ও তার গোটা পরিবারের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাসী হামলা চালায় গোপন ক্যামেরায় সন্ত্রাসী হামলার সেই ভিডিও ধারণ ও করেছিলেন ভুক্ত ভোগীর পরিবার।শরিফুল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় গ্রুরুতর আহত হয়, মোঃ আহসান হাবিব (৫০)পিতাঃমৃত ফজলুল করিম।গোপন ক্যামেরার ভিডিও তে দেখা যায় শরিফুল ও তার সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে কয়েকটি বাড়িতে হত্যার উদ্দেশ্যে এই হামলা কান্ড চালায় ও ঘরবাড়ি ভাংচুর সহ মালামাল লুটপাট করেছেন বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।উক্ত ঘটনার সময় শরিফুল ও তার সন্ত্রাসী বাহিনী ভয়ে ভুক্তভোগি পরিবার ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয় অবস্থা বিপদজনক বুজতে পেরে সাংবাদিক রায়হান শাহ ৯৯৯ এ কল করে তার পরিবারের সুরক্ষার জন্য সাহায্য চান।কিন্তু পুলিশ আসার পূর্বেই শরিফুল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন আহসান হাবিব।পরবর্তীতে বীরগঞ্জ থানা পুলিশ আহসান হাবিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ও আহত ব্যাক্তিকে দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।ঘটনার পরবর্তীতে আহত বাক্তির চাচাতো ভাই মোঃ আকাশ শাহ (৩৫)পিতাঃমৃত,লূৎফর রহমান। বাদী হয়ে বীরগঞ্জ থানায় শরিফুল ও তার সন্ত্রাসী বাহিনী প্রায় ২১জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পরবর্তীতে বীরগঞ্জ থানা পুলিশ একজন আসামি কে গ্রেফতার করেছেন বলে নিশ্চিত করেন ওসি তদন্ত বীরগঞ্জ মোঃসোহেল রানা। তিনি আরও জানান বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ভুক্ত ভোগী পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানিয়েছেন ও প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..