বিহান এন্টারপ্রাইজ পালের বাজার তিন দিন ব্যাপি শুভ হালকাতা অনুষ্ঠান
মোঃমামুন স্টাফ রিপোর্টার
রূপসা উপজেলার পালের বাজার সংলগ্নে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকার মানুষ বিহান এন্টারপ্রাইজ এর বাকি লেনদেন করাই,বকেয়া পাওনা আদায়ের উদ্দেশ্যে ওয়াল্টন কোম্পানির পালের বাজার সাবডিলার শোনামধন্য ব্যাবসা প্রতিষ্ঠান এর প্রোপাইটর জনাবঃ মোঃ লিটন শেখ, এর উদ্যোগে তিন দিন ব্যাপি বিরয়ানীর দিয়ে শুভ্র হালখাতা আয়োজন করেন উক্ত হালখাতা অনুষ্ঠানে বকেয়া পাওনা আদায় হয়েছে তিন এর দুই ভাগ টাকা, এইনিয়ে স্থানঃএলাকার মানুষ উৎসব মুখর পরিবেশে আনন্দের সহিত পালন করেন যে সকল সদস্য বিভিন্ন সমস্যার জন্য উপস্থিত হতে পারেননি বিহান এন্টারপ্রাইজ তাদেরকে দ্রুত বকেয়া পরিষদের জোর দাবি করেন।
শুভ্র হালখাতা অনুষ্ঠানে সার্বিক সহোযোগিতায় জে সকল সদস্য শ্রম মেধা ও সময় দিয়েছেন,মোঃ জাহিদ খাঁন,মোঃহাসান, মোঃবিজ্জু,নিলয় দাস,সহো আরও অনেকে, শুভ্র হালকাতা অনুষ্ঠানে জে সকল এলাকার মানুষ উপস্থিত হয়েছেন,এবং যাহাদের সার্বিক সহোযোগিতায় করেছেন তাহাদের প্রতি,বিহান এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মালিক মোঃলিটন শেখ,তিনি সকলের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন
সজনে বিহান এন্টারপ্রাইজ,পালের বাজার রুপসা খুলনা