মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম মোল্লা
অদ্য ০৫ অক্টোবর ২০২৫ তারিখ ‘Recasting Teaching as a Collaborative Profession’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, মুন্সীগঞ্জের আয়োজনে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’ উদযাপন করা হয়। আলোচ্য দিবস উপলক্ষ্যে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে শিক্ষকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত, উপপরিচালক, স্থানীয় সরকার জনাব মৌসুমী মাহবুব এবং সকল অতিরিক্ত জেলা প্রশাসকগণ। আলোচনা সভায় সরকারি হরগঙ্গা কলেজ এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ। এছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতি অনুষ্ঠানটিকে দিয়েছিল ভিন্ন মাত্রা।
উক্ত সভায় জেলা প্রশাসক মহোদয় শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের কথা স্মৃতিচারণ করেন। তিনি শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।