বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন কে বিদায় সম্বর্ধনা প্রদান
দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেক্স রিপোর্ট
শনিবার সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা অফিসার ক্লাবে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখি বিরামপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় সম্বর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউ এনও নুজহাত তাসনীম আওন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার , উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুর রহমান ডলার , উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অফিস সহকারী মাসুম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখি বলেন, দীর্ঘদিন আমাদের পাশে থেকে আন্তরিকভাবে বিভিন্ন কাজে সহায়তা প্রদানের জন্য আমরা সহকারি কমিশনার ভূমি মুরাদ হোসেন মহোদয়ের প্রতি চির কৃতজ্ঞ। সরকারি চাকুরী জীবনে নির্দিষ্ট কোন এক জায়গায় থাকা যায় না তাই সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন এলাকায় যেতে হয়। যেখানে উনি যাবেন আমাদের দোয়া ও আশীর্বাদ থাকবে এবং তার জীবনের সফলতা ও উন্নতি কামনা করছি ।