বিমান দুর্ঘটনায় নিহত মাহেরিন চৌধুরীর কবর জিয়ারতে জেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শিক্ষা পরিবারের
মোঃসাহেব আলী
স্টাফ রিপোর্টারঃ
ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত জলঢাকার গর্বিত সন্তান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা ও মহীয়সী নারী মাহেরিন চৌধুরীর সমাধিতে শুক্রবার(২৫ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম।
জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে অনুষ্ঠিত এই শ্রদ্ধাঞ্জলি ও কবর জিয়ারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উর জ্জামান সরকার, এটিএম নুরুল আমিন শাহ্, অনির্বাণ বিদ্যার্থীত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এ সময় জেলা শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম বলেন:
“মাহেরিন চৌধুরী কেবল একজন শিক্ষক নন, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান, একটি অনুপ্রেরণার নাম। তাঁর এই অকাল মৃত্যুতে শিক্ষা পরিবার এক বিশাল শূন্যতার মুখে পড়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।”
শ্রদ্ধা নিবেদনের সময় মাহেরিন চৌধুরীর স্বামী সাংবাদিকদের এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন:
“আমার স্ত্রী শিক্ষকতা পেশাকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন। ও বলতো—‘আমার ছাত্ররাই আমার সন্তান।’ আজকে তাঁকে হারিয়ে আমরা শুধু একজন মানুষ নয়, একজন সংগ্রামী নারীকেও হারালাম। আমি তাঁর আত্মার শান্তি ও তাঁর স্বপ্নগুলো যেন বাস্তবায়িত হয়, সবার কাছে এই দোয়া চাই।”
কবর জিয়ারতে জলঢাকা ছাড়াও কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মেলাবর দ্বীমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সবাই মাহেরিনের স্মৃতিকে চিরভাস্বর রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁর জীবনের আদর্শ ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।