বিভিন্ন জাতীয় পত্রিকা প্রকাশের পর সাজেলেরচর নদী ভাঙ্গন পরিদর্শন করেন -ধর্মপ্রতিমন্ত্রী।
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর চরপুটিমারি ইউপি অবস্থিত সাজেলেরচর বাজার ও ব্রিজ দশানী নদী ভাঙ্গনে হুমকিতে রয়েছে। ইতিমধ্যে কয়েকটি বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
উল্লেখঃ- গত ১৩ জুলাই, ইসলামপুরে দশানী নদী ভাঙ্গনে হুমকিতে সাজেলেরচর বাজার ব্রিজ, এই শিরোনামে বিভিন্ন জাতীয় পত্রিকা সংবাদ প্রকাশ হয়, যে সংবাদ স্থানীয় প্রশাসন ও ধর্মপ্রতিমন্ত্রী মহোদয়ের নজরে এলে তিনি, ৮আগষ্ট সোমবার সকাল ১০ ঘটিকায় নদী ভাঙ্গন পরিদর্শন করেন ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান(দুলাল) এমপি মহোদয়। পরিদর্শন শেষে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় ১০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু.তানবীর হাসান (রুমান),প্রকল্প বাস্তবায়ত কর্মকতা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকক এড.আব্দুস সামাদ,ও চরপুটিমারি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান (সুরুজ)মাষ্টার, এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অন্য সংগঠনের নেতৃবৃন্দ এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক (দুলাল) এমপি বলেন, দশানী নদী ভাঙ্গনে সাজেলেরচর বাজার ও ব্রিজ ভাঙ্গন রোধ করার জন্য দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।
স্থানীয়রা ধর্মপ্রতিমন্ত্রীর এমন বক্ত্যবে মাননীয় প্রধানমন্ত্রী ও ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান (দুলাল)এমপি মহোদয়ের প্রতি সন্তোশ প্রকাশ করেন।