বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ বুধবার গাইবান্ধায় জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪১ বার পঠিত
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ বুধবার গাইবান্ধায় জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ এনামুল হক
দিনটি উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিট গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের জেলা ইউনিট সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের এবং বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস। জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, গাইবান্ধার কথা সম্পাদক রেজাউল হক মিতা, সাংবাদিক রজতকান্তি বর্মন, উত্তম সরকার, খায়রুল ইসলাম, মমতাজুল ইসলাম লিয়াকত, ফজলে রাব্বী মন্ডল, জেএসএস ফুলছড়ি উপজেলা ইউনিটের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক যাহেদুর রহমান যাদু, গোবিন্দগঞ্জ ইউনিটের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, সাঘাটা ইউনিটের সভাপতি আব্দুল মাজেদ মাজু, সাইফুল ইসলাম মিলন, রফিকুল ইসলাম, শাহিন খন্দকার, মোস্তাফিজুর রহমান,আব্দুর রহিম,জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, গাইবান্ধার উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে। বালাসীঘাটে টানেল নির্মাণের মাধ্যমে উন্নয়নের স্বপ্ন দুয়ার খুলে যেতে পারে। গাইবান্ধাই হতে পারে এই অঞ্চলের প্রবেশদ্বার। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্যই সাংবাদিকদের একসাথে কাজ করা প্রয়োজন। তিনি আরও বলেন, সাংবাদিকদের পুলিশের অনেক কাজে সহযোগিতা করার সুযোগ রয়েছে। সাংবাদিকরা যাতে কোনো হয়রানির শিকার না হন, সেজন্য পুলিশ অবশ্যই সজাগ থাকবে।
এদিকে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম রাষ্ট্রপতির পুলিশ পদকে ভূষিত হওয়ায় তাঁকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..