বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা জব্দ পিতাপুত্রসহ ৪ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
১৯ ডিসেম্বর রাত ৩ টার দিকে র্যাব-৬, সিপিসি-২ ( ঝিনাইদহ ক্যাম্প ) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জেলার কোটচাঁদপুর উপজেলার বেনেপাড়া গ্রাম এলাকা থেকে ৪ জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য সহ আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলা পবোহাটি গ্রামের দিলিপ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস (২৮) একই উপজেলার হাটগোপালপুর গ্রামের মনির হোসেনের ছেলে আকরাম হোসেন (২৪ ), চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সুলতানপুর গ্রামের মৃত জমশেদ শেখ এর ছেলে মুনছুর আলী(৫৫), মুনছুর আলীর ছেলে রমজান আলী(২৬)। র্যাব সূত্রে জানা যায়, উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের হেফাজত হতে ৫১০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা, ০৮টি মোবাইল, ১৪টি সিমকার্ড এবং নগদ ২৫৭০/-টাকাসহ উদ্ধার পূর্বক জব্দ করে গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।