মো: কামরুজ্জামান মোল্লা , প্রতিনিধ শেরপুর জেলা।
আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এ অনুষ্ঠিত হলো বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আয়োজিত ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে দুই সপ্তাহব্যাপী জেলা সংযুক্তি কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান।
বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের ১০ জন কর্মকর্তা এই সময়ে শেরপুর জেলার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, জনসেবা কার্যক্রম ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছেন। সমাপনী অনুষ্ঠানে তাঁরা তাঁদের অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয়সমূহ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, শেরপুর তাঁদের অভিনন্দন জানায় এবং আগামীর দায়িত্বপালনে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের কল্যাণে নিবেদিত থাকার আহ্বান জানানো হয়।
আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণ তাঁদের নেতৃত্বের গুণাবলি, প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মানসিকতাকে আরও সমৃদ্ধ করবে।