শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

বিপাকে পড়ে হেলিকপ্টার ভাড়া দিচ্ছে লেবানন আর্মি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার জসীমউদ্দীন ইতি

লেবাননের অর্থনীতিতে চরম ধসের কারণে হেলিকপ্টার ভাড়া দেওয়া শুরু করেছে
দেশটির সেনাবাহিনী। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে
মিনিট হিসেবে হেলিকপ্টার ভাড়া দেওয়া হচ্ছে।

লেবাননের সেনাবাহিনীর কর্নেল হাসান বারাকাত জানান, ‘যুদ্ধের কারণে আমাদের
অর্থনীতি চরম ক্ষতির মুখে পড়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এ ভাড়া থেকে
ধ্বংস হওয়া যাওয়া বিমানের রক্ষণাবেক্ষণের খরচ হবে।’ সেনাবাহিনীর এই
হেলিকপ্টারে ১৫ মিনিটের জন্য গুনতে হবে ১৫০ ডলার।

এদিকে বিশ্ব ব্যাংক বলছে, বিশ্বের ইতিহাসে চরম ক্ষতির মুখে পড়েছে লেবানন।
দেশটির মুদ্রামান দুই বছরের কম সময়ে ৯০ শতাংশ কমে গিয়েছে এবং অর্ধেকের
বেশি জনগণ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। সেনাবাহিনীর কমান্ডার জেনারেল
জোসেফ অন গত মাসে বলেন, এই সঙ্কটের পেছনে সরকারের হাত রয়েছে। সরকারের
দুর্নীতি এ জন্য দায়ী, এতে করে দেশটির সেনাবাহিনীসহ সব খাতে ধস নেমে
এসেছে।

এদিকে লেবাননকে চলতি সপ্তাহে ৭০ টন খাবার দেওয়ার কথা জানিয়েছে কাতার।
অন্যদিকে সুইজারল্যান্ড থেকে লেবাননে পরিবার নিয়ে ঘুরতে আসা আদিব দাকাশ
জানান, ‘আমি আমার সন্তানদের লেবানন শহর, সাগরের তীর ঘুরিয়ে দেখাতে পেরে
খুব খুশি। আমি রেস্তোরাঁয় খাওয়ার পরিবর্তে হেলিকপ্টারে ঘুরতে চাই কারণ
এতে করে বিমানের পাইলটরা আবার আগের অবস্থানে ফিরে আসতে পারবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..