বিজ্ঞান শিক্ষায় এগিয়ে
যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা
-মনোরঞ্জন শীল গোপাল এমপি
নারায়ণ রায় নয়ন॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষাকে মূল শিক্ষার সাথে সংযুক্ত করে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জ্ঞানের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগেও পিছিয়ে নেই মাদ্রাসা শিক্ষা। বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা। দেশের সাধারণ শিক্ষার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করেই এগিয়ে চলছে মাদ্রাসাগুলো। প্রধানমন্ত্রীর কার্যকরী নির্দেশনায় মাদ্রাসা শিক্ষা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর ২০২৩) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে রাজিবপুর দাখিল মাদ্রাসার নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজিবপুর দাখিল মাদ্রাসার সভাপতি মো. আনোয়ার হোসেন জুয়েল এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, বীরগঞ্জ থানার ওসি আব্দুল রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা প্রকৌশলী মো. জিবরিল, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম শাহ, সাধারন সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
জনসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন রাজিবপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মো. নুরুল আলম।
এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিপাল্টাপুর ইউনিয়নে পাল্টাপুর ইউপি হেডকোয়ার্টার হতে নিজপাড়া ইউপি হেডকোয়ার্টার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি গোপাল