বিএনপি থেকে আসা হাইব্রীড নেতাকে বাদদিয়ে প্রকৃত আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
মোঃ রাকিব হাসান জামালপুর প্রতিনিধি।
জামালপুর ইসলামপুরে বিএনপি থেকে আসা হাইব্রীড নেতাকে বাদদিয়ে প্রকৃত আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
ধর্ম প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা ইসলামপুরে বিএনপিথেকে আসা এক নেতার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর সকালে গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সামনে মিছিল সমাবেশ এবং মানববন্ধন করেছেন। তাদের দাবিবি বিএনপি থেকে আসা হাইব্রীড নেতাকে বাদদিয়ে প্রকৃত আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুলহক খান দুলালের নির্বাচনী এলাকা ইসলামপুরে বিএনপিথেকে যোগদান কৃতনেতা মাকসুদুর রহমানকে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়ায় বিক্ষুব্ধহয়ে উঠেছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। তারা গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ মিছিল এবং মানববন্ধন করেছেন। তাদের দাবিবি বিএনপিথেকে আসা হাইব্রীড নেতাকে ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকায় দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। যারা দীর্ঘ ৩০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করছেন তাদের দেয়া হয়নি। ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা বিএনপি নেতাকে পরিবর্তণ করে প্রকৃত আওয়ামীলীগের নেতাদের দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান।
২৮.১০.২০২১