বাসাইল উপজেলায় ফুলকি গ্রামে আজগর পাগলের বাৎসরিক পবিত্র ওরশ মোবারক পালন।
স্টাফ রিপোর্টার : সাইদ আল মামুন।
টাংগাইল জেলা বাসাইল উপজেলার ফুলকি মধ্য পাড়া আজ ০৮-০৩-২০২৩ ইং রোজ বুধ বার অনুষ্ঠিত হল আজগর পাগলের বাৎসরিক পবিত্র ওরশ মোবারক।
ফুলকি ২ নং ওয়ার্ড বর্তমান মহিলা মেম্বার সাবিনা সরকার এবং রুবেল সরকার এর বাড়িতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলার বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব কাজি ওলিদ ইসলাম।তিনি বলেন পাগল দের ভালবাসতে হবে। পাগল রা সব সময় একটা বিশেষ পাওয়ার নিয়ে চলাফেরা করেন।আসুন আমরা সবাই মানুষ কে ভালবাসি আল্লাহর পাগলদের ভালবাসি। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে আসন গ্রহণ করেন হযরত মোসলেম উদ্দিন চিশতিয়া জৈনপুরী এর বড় ছেলে পীরজাদা হযরত ঈমান আলী চিশতিয়া জৈনপুরী।এছারাও উপস্থিত ছিলেন বাসাইল উপজেলার আওয়ামী লীগের নেতা বৃন্দ।আরও উপস্থিত ছিলেন ফুলকি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আক্তার খান জৈনপুরি,জনাব আসাদ খান জৈনপুরী ও আজগর পাগলের সকল ভক্ত আশেকান।উক্ত অনুষ্ঠানে সনামধন্য বাউল শিল্পী আতিক সরকার এবং আবুল সরকার পালা গান পরিবেশন করেন।তবারক বিতরণের মাধ্যমে উক্ত ওরশ মোবারক সুন্দর ভাবে সম্পর্ন হয়।