বাল্য বিবাহ,নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক।
বরুণ কান্তি মন্ডল, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
আজ খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৪নং দেলুটি ইউনিয়নের দারুনমল্লিক “সোনার বাংলা নারী উন্নয়ন ও অন্যায় প্রতিরোধ” সংগঠনের আয়োজনে বাল্য বিবাহ,নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সরদার আলী আহসান,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেলুটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রিপন কুমার মন্ডল।দারুনমল্লিক সোনার বাংলা নারী উন্নয়ন ও অন্যায় প্রতিরোধ সংগঠনের সভাপতি শুক্লা মজুমদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুকুমার কবিরাজ,৫নং ওয়ার্ড সদস্য বদিয়ার হোসেন,পলাশ কান্তি রায়,সাবেক ইউপি সদস্য তরুন কান্তি সরকার,চঞ্চলা রানী মন্ডল,রনধীর মন্ডল,ইউনিয়ন সমাজকর্মী আবু সাইদ, মোঃ শাহিনুর রহমান মোড়ল,সুকান্তি সরকার, সুভাষ কান্তি মন্ডল,নিশীত মজুমদার,মনোজিত মন্ডল,তন্ময় কান্তি মজুমদার,প্রসেনজিত মন্ডল মিঠু,মনিশংকর শীল উক্ত নারী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে কনিকা সরকার,সুভদ্রা সরকার,বিজলী বাছাড়,রিতা মন্ডল,লাকী মন্ডল,ললিতা মজুমদার,মজিদা বেগম সহ প্রমুখ।