সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

বান্দরবান আলীকদমে ৪ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫০ বার পঠিত

বান্দরবান আলীকদমে ৪ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের আলীকদম উপজেলায় স্কুল ভবনের ৪ তলা থেকে পড়ে মো. মামুন (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আলীকদম উপজেলার রেপার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন আলীকদম উপজেলার আলী নেওয়াজের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলাধীন রেপার পাড়া এলাকার চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করার সময় হঠাৎ সে নিচে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিকটতম লামা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশ না করা সত্ত্বে কিছু লোক বলেন, ভবনের ৪ তলায় রুমের ভিতরে কাজ করতে ছিল মামুন। কিভাবে বাহিরে আসলো এবং নিচে পড়ে গেল তা নিয়ে একটা ধোয়াছা তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার জানান, চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে কাজ করার সময় ৪ তলা থেকে নিচে পড়ে মামুন নামে এক শ্রমিকের মৃত্যুর সংবাদ শুনেছি। মরদেহ লামা হাসপাতালে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..