মোঃ আমির হোসেন স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু আর্মি সড়কের প্রবেশমুখে রেডিয়েন্ট কনর্সোটিয়াম লিমিটেডের বাগানে নব নির্মিত পুলিশী চেকপোস্টের উদ্ধোধন উপলক্ষে চাবি হস্তান্তর করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড।রেডিয়েন্ট গ্রুপের অংগ প্রতিষ্ঠান ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেন পুলিশ চেকপোষ্ট নামে পরিচিতি পাচ্ছে এটি।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থায়নে নব নির্মিত পুলিশী চেকপোস্ট গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠান ১০ জুলাই সন্ধ্যা ৭ টায় ঘুমধুমস্থ রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।এতে এএসপি (লামা সার্কেল) রেজওয়ান আহমেদ এর নিকট চাবি হস্তান্তর করেন রেডিয়েন্ট বিজনেস কনর্সোটিয়াম লিমিটেডের প্রকল্প সমন্বয়কারী মশহুর উর আলম লিটন।এসময় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ দেলোয়ার হোসেন, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রেডিয়েন্ট কনর্সোটিয়াম লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ছৈয়দুল বশর প্রমুখ উপস্থিত ছিলেন।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে এএসপি (লামা সার্কেল)
রেজওয়ান আহমেদ বলেন,নব নির্মিত পুলিশী চেকপোস্ট স্থাপন করায় ঘুমধুম এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদক নির্মুলে সহায়ক ভুমিকা রাখবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..