বাদিয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর নারিকেল তলা গ্রামের মোঃ হাবিজার রহমান (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশুসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
১০ই অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর নারিকেলতলা গ্রামের মোঃ হাবিজার রহমানের নিজ বাড়ির গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ গোয়ালঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর নারিকেলতলা গ্রামের মোঃ হাবিজার রহমান (৪৫) নামের ব্যক্তির তার বাড়ির গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকান্ডে আগুন দেখতে পেয়ে তার ছেলে মোঃ সোহেল রানা (২০) সে চিৎকার চেচামেচি করলে
পাড়া- প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও। ভয়াবহ অগ্নিকান্ডে আগুনের লেলিহানের সূত্রপাত্র বেশি
হওয়ায় গোয়াল ঘরের থাকা গবাদি পশু গরু,ছাগল ও গোয়াল ঘরে থাকা ঘরের টিন,কাঠ,বাঁশ ও জিনিসপত্রের ক্ষয়ক্ষতির পরিমাণ রোধ করা সম্ভব হয়নি বলে জানান এলাকাবাসীরা। ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ির গোয়ালঘরে গবাদিপশু ও সমস্ত জিনিসপত্রসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ও অগ্নিকাণ্ডের পরিবারের সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ড কিভাবে সংঘটিত হয়েছে তা এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।