রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২১৭ বার পঠিত

 

তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ঈদুল আযহার পরে লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় ৬টি মামলায় দুই হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে । শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, করোনা কালিন ঈদের পরে লক ডাউনের দ্বিতীয় দিনে সরকারি নির্দেশ উপেক্ষায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের অর্থদন্ড করে ছেড়ে দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান চলমান থাকবে জানান ।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, লকডাউন সফল করতে উপজেলার প্রশাসনের পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ উপজেলার প্রধান প্রধান বাজার ও সড়কে টহল দেয়া হচ্ছে। তবে প্রয়োজনে কিছু মোটর সাইকেল, রিকশা, ভ্যান ও ব্যাটারি চালিত অটো চলাচল করলেও রাস্তা আগের চাইতে অনেক ফাঁকা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ঈদের পরে ১৪ দিনের কঠোর লকডাউন ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও নির্দেশনায় রয়েছে। তাছাড়া চলমান লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..