বাগেরহাটে র্যাব-৬ এর মাদক বিরোধী অভিযানে ৭৫৫ পিস ইয়াবাসহ ০১ জন
স্টাফ রিপোর্টার
র্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র, মানব পাচারকারীদের গ্রেফতার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ ডিসেম্বর ২০২১ তারিখ আনুমানিক ১৭.১০ ঘটিকায় র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, বাগেরহাট জেলার রামপাল থানাধীন কুমলাই গ্রামস্থ ওহিদের নারিকেলে ছোবার মিলের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী
শেখ ওহিদুল ইসলামশেখ ওহিদ(৪০), পিতা-মৃত মজিবুর রহমান, মাতা-সাহিদা বেগম, সাং-বারুইপাড়া, থানা-রামপাল, জেলা-বাগেরহাট’কে গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামী শেখ ওহিদুল ইসলামশেখ ওহিদ(৪০) এর হেফাজত হতে ৭৫৫ (সাতশত পঁঞ্চান্ন) পিস ইয়াবা ও ০২ টিসীমকার্ড সহ ০২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামী’র বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু প্রক্রিয়াধীন।