বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় সোমবার ১৩ ই সেপ্টেম্বর দুপুর ১২টার সময় ভোক্তা অধিকারে বাজার তদারকি মুলক অভিযান পরিচালিত হয়েছে। জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোঃ মাসুমের নেতৃত্বে বাজার তদারকি মুলক অভিযান পরিচালিত হয়। এই সময় তারা হাটগাঙ্গোপাড়া বাজারে শিমুল এ্যান্ড সিহাব ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যোক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশ রাখার জন্য-(৫০০০)পাঁচ হাজার এবং রং ব্যবহার করার জন্য( ৫০০০) পাঁচ হাজারসহ মোট (১০০০০) দশ হাজার টাকা জরিমানা করেন, “মা” সুইট মিষ্টান্ন ভাণ্ডারে উৎপাদনকারি ও আমদানিকারি প্রতিষ্ঠানের নাম না থাকায় (৭০০০) সাত হাজার টাকা, এবং বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডারে মেয়াদ উত্তীর্ণ দধ ও পানীয় থাকার কারণে (৩০০০) হাজার টাকা জরিমানা করেন। উক্ত অভিযান পরিচালনা করার সময় আরও উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলার সেনেটারী ইন্সপেক্টর মোঃ আশরাফুল ইসলাম, সহকারী সেনেটারী ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ সেকেন্দার আলী, এএসআই মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি
তাং ১৩/০৯/২০২১ইং