রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

বাগমারায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে বিয়ে করেছে শিক্ষক হাফিজ ” শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৮৮ বার পঠিত

সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাগমারা রাজশাহী :

উক্ত নিউজটি বিভ্রান্ত মূলক  আমি মুগাইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে নিয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন আমাকে লোক ও সমাজের কাছে হেই প্রতিপন্ন করার চেষ্টা  করছে একটি কুচক্রমহল মাত্র।

সংবাদে বলা হয়েছে বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের জমশেদ আলীর মিয়ে মিতুকে বিয়ে করার কথা। আসলে জমশেদ আলী মেয়ে মিতু নামের কোন মিয়েকে আমি বিবাহ করি নাই এবং ঔ নামে কোন মেয়ে আমার স্ত্রী ছিল না। সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় জমি দখল প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ভূয়া। আসল ঘটনা হল মুগাইপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সরকারি কাজে ২ জন সাংবাদিকসহ  ৫/৬ জন চাঁদাবাজ বিদ্যালয়ের সরকারি কাজে বাঁধা দেয় এবং মোট অংকের টাকা দাবি করে, আমি  তাদেরকে টাকা না দিয়ে আমার  বিদ্যালয়  থেকে তাদেরকে  বের করে দিই। তাই আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ পরিবেশন করছে।  আমি এই সব মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট    সংবাদের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারি:-
মোঃ হাফিজ আল্ আসাদ
পিতা মৃত মনির উদ্দীন আহম্মেদ
সাং মির্জাপুর থানা বাগমারা রাজশাহী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..