বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী বাগমারায় সকাল ৯ ঘটিকা থেকেই শুরু হয়েছে গণটিকা কার্যক্রম।টিকা নিতে আসা ২৫ বছর ঊর্ধ্বে তরুণ-তরুণী, নারী পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দীর্ঘ লাইন পাশাপাশি উপচেপড়া ভিড়।
বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কেন্দ্রে প্রথম দিনের গনহারে টিকা কার্যক্রম চলছে।
বাগমারায় উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের হাটখুজিপুর উচ্চবিদ্যালয়ের মাঠে স্বাস্থ্য বিধি মেনে প্রথম ডোজ নিচ্ছেন সাধারণ মানুষ।পাশাপাশি উচ্চ বিদ্যালয়ে মানুষের উপচেপড়া ভিড় তারমধ্যে রয়েছে দীর্ঘ লাইন উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বাগমারা শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের মাঠে ১২ ঘটিকায় ৬০০ ডোজ টিকা শেষ হয়ে গেছে বলে অনেকে জানায়।
টিকা নিতে আসা লোকজনের মধ্যে অনেকেই জানান দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা পাইনি ৬০০ ডোজ শেষ হয়ে গেছে। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বারবার ফোন দিলেও ফোনে পাওয়া যায় নি।
এদিকে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় আজকে সারা বাংলাদেশের ন্যায় বাগমারা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ২টি পৌরসভার কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়েছে। আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশে স্থানীয় জনপ্রতিনিধি গন সহ ভলান্টিয়ার কাজ করছে। যেখানে উপচে পড়া ভিড় রয়েছে সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। শনিবার (৭ই আগষ্ট) বাগমারা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ২টি পৌরসভার কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি